সকল প্রস্তুতি সম্পন্ন পীরগঞ্জের ১০ ইউনিয়নে বৃহস্পতিবার ইউ,পি নির্বাচন
মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে ১১ নভেম্বর বৃহস্পতিবার ইউপি নির্বাচন । উপজেলা নির্বাচন অফিস ইতিমেধ্যে নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্য করেছেন । যে সকল ইউনিয়নে নির্বাচন হবে সে গুলো হচ্ছে চৈত্রকোল ইউনিয়ন,ভেন্ডাবাড়ী ইউনিয়ন,বড়দরগাহ ইউনিয়ন, কুমেদপুর ইউনিয়ন,মদনখালী ইউনিয়ন,টুকুরিয়া ইউনিয়ন,শানেহাট ইউনিয়ন,পাঁচগাছি ইউনিয়ন, চতরা ইউনিয়ন ও কাবিলপুর ইউনিয়ন । এই ১০ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩’শ ২ জন এবং ৯৯ ভোট কেন্দ্রের ৫৭০ টি বুথে ভোট গ্রহন করা হবে । নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন, ইউপি সদস্য পদে ৪২২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৬ জন সহ মোট ৬০২ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। এদিকে সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এজন্য প্রত্যেক কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য, ১৭ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়াও ৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,পুলিশের ২ জন সহকারী পুলিশ সুপারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র্যাব,এপিবিএন সদস্যরা প্রতিটি ইউনিয়নেই টহল দেবে ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হক বলেন,ভোট গ্রহনের জন্য আমরা পর্যাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিয়েছি। ভোট গ্রহনে নিয়োজিতরা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সেজন্য প্রশিক্ষণও দেয়া হয়েছে। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন,এই নির্বাচনে আমরা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর বটতলা মহাবিদ্যালয় ভোট কেন্দ্রকে চিহ্নিত করেছি। আর সবগুলো ভোট কেন্দ্রেকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেখানে স্ট্রাইকিং ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রনে আনবেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ,ফলাফল প্রদান এবং নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি।